সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২২:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে

-----জেলা প্রশাসক মোহম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাখাওয়াত জামিল সৈকত, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন সরকার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভপতি জহিরুল ইসলাম মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্নবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রণব কুমার দে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুরে যারা মেধাবী গরিব ছেলে-মেয়ে রয়েছে, যারা আর্থিকভাবে দুর্বল থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না, তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সহযোগিতা করতে হবে। এমন সব ভালো ভালো কাজের মাধ্যমে আপনাদের সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে।

ইফতার মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়