বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০

আল-আমিন একাডেমি ছাত্রী শাখার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
আল-আমিন একাডেমি ছাত্রী শাখার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রতিষ্ঠানের ছাত্রী ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী ও আল-আমিন সোসাইটির সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মন ও দেহ সুস্থ রাখে।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। আল-আমিন একাডেমি সেই দায়িত্ব পালন করে আসছে। আল-আমিন একাডেমী একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান অন্য সকল প্রতিষ্ঠানের মতো নয়। এর নামের ভেতরে বিরাট সার্থকতা রয়েছে। যে নামে এই প্রতিষ্ঠানের নাম, আল-আমিন একাডেমীর এই ছাত্র-ছাত্রীসহ নিশ্চয়ই সকলে অবহিত আছে। আল-আমিন হলো আমাদের বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার শিক্ষক মানবতার পরম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এঁর নাম। সেই নামে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা আল্লাহ-রাসূলের আদর্শ অনুসরণ করবে। রাসুলের যত গুণাবলী আছে, গুণাবলীগুলো আমরা গ্রহণ করবো। এই যে আমি অল্প আগে যেটা দিয়ে শুরু করেছিলাম সালাম। রাসূলের এটা একটা উত্তম বৈশিষ্ট্য ছিল যে, তিনি বড়দেরকেও সালাম দিতেন, ছোটদেরকেও সালাম দিতেন। পরিচিত লোকদের সালাম দিতেন, অপরিচিত লোকদেরও সালাম দিতেন। কোনো ভেদাভেদ করতেন না। এই যে রাসূল (সা:)-এর অনুসরণীয় বিষয় সর্বদা সত্য কথা বলা মিথ্যা পরিহার করা। একে অপরকে সাহায্য করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা এগুলো আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এঁর গুণাবলী। তোমরা রাসূলের জীবনী ভালোভাবে পড়বে, জানবে এবং রাসুলের জীবনকে অনুসরণ করবে। কারণ তাঁর জীবন হচ্ছে মানবতার জন্য উত্তম আদর্শ। আল-আমিন একাডেমী প্রতিষ্ঠা করেছে আল-আমিন সোসাইটি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার ভবন নির্মাণ থেকে শুরু করে যাবতীয় সবকিছু তৈরির পেছনে আল-আমিন সোসাইটির অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমরা অনেকেই জানি না মরহুম অধ্যাপক আব্দুর রবের কথা। তাঁর প্রচেষ্টায় আমাদের কয়েকজন মুরুব্বি যারা ইতিমধ্যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাঁদেরকে নিয়ে এর যাত্রা শুরু হয়েছিলো। অধ্যক্ষ আব্দুর রব তিনি আমাদের মাঝে নেই। অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা দেলোয়ার হোসেন, সেকান্তর আলী, আব্দুল হক পাটোয়ারীসহ যারা বিভিন্নভাবে এ প্রতিষ্ঠানের খেদমত করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এমপি প্রফেসর এম আব্দুল্লাহ, সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাবেক সেক্রেটারী আহমদ উল্লাহসহ অনেকে। অনেকেই আজ বার্ধক্য বয়সে। আমরা তাদের জন্য খাস দোয়া করছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-আমিন একাডেমীর গর্ভনিংবডির সদস্য শাহীনুর আক্তার, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রী ক্যাম্পাসের ইনচার্জ ফারজানা আক্তার। উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ ফাতেমা আক্তার।

সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ও বিবি হাজেরার পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রী নাছিমা আক্তার, প্রার্থনা সংগীত ফাহমিদা, শপথ পাঠ করেন সুমাইয়া বিনতে সোলায়মান। কোরআন তেলাওয়াতের মাঝে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়