সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ ও ভবন উদ্বোধন

ফ্যাসিবাদীরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে

------সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো
ফ্যাসিবাদীরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অস্বচ্ছল ও দরিদ্র দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একাদশ শ্রেণির বই বিতরণ করেন। এছাড়া তিনি আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিজানুর রহমান পাটওয়ারীর অর্থায়নে নবনির্মিত আরনাফ ভবন উদ্বোধন করেন।

গল্লাক আদর্শ কলেজে মোল্লা ডেভলপমেন্টের স্বত্বাধিকারী আলহাজ্ব ফারুক হোসেন মোল্লার অর্থায়নে কলেজ মিলনায়তনে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মাহবুব মোরশেদ কচি পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশীদ বলেন, রাজনীতির ছদ্মাবরণে আওয়ামী লীগ বিগত ১৫ বছর ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদের কারণে শিক্ষাব্যবস্থা থেকে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ হারিয়ে গিয়েছিল। তাদের কথিত শিক্ষা ক্যারিকুলামে জীবননির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত। এসব কালো থাবা মুক্ত হতে এবং শিক্ষাব্যবস্থাকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিকল্প নেই।

তাই ফ্যাসিবাদের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গঠনে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। জুলাই বিপ্লব আমাদের নতুন করে শেখার এবং পথচলার সাহস দিয়েছে। প্রাণভরে নিঃশ্বাস নিতে দিয়েছে। যদিও আবারো একটি কালো ছায়া চেষ্টা করছে জুলাই বিপ্লবের চেতনাকে মুছে দিতে এবং নিজেদের আখের গোছাতে। কিন্তু জাতীয়তাবাদের আদর্শে উজ্জ্বীবিত বিএনপির নেতা-কর্মীরা এসব হতে দিবে না। তবে আমাদের এসব মোকাবেলায় প্রস্ততি নিতে হবে।

কলেজের প্রভাষক (বাংলা) শাহমুব জুয়েল ও সাবেক ছাত্রদল নেতা মো. রাশেদ আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, প্রভাষক ফারুক আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, বিএনপি নেতা আসাদুজ্জামান খান কালু, আশরাফ খান আশু, সাবেক ছাত্রদল নেতা সোহেল খান, এমএ কাইয়ুম, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন কালু, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন বাবলু, আবুল কাশেম সবুজ, সুমন চৌধুরী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, ইয়াছিন আখন সুজন ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়