সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯

শ্রীনগরে সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শিক্ষার পাশাপাশি ক্রীড়ায়ও শীর্ষে

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শিক্ষার পাশাপাশি ক্রীড়ায়ও শীর্ষে

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শ্রীনগর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা ছিল শিক্ষার্থীদের জন্য আনন্দ ও প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের এক মিলনমেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া, বেলতলী স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন, শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর খান, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন সমন্বয়ক মোঃ রুহুল আমিন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

বিশেষভাবে উল্লেখ্য, সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল কেবল পড়াশোনায় নয়, ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও শ্রীনগর উপজেলায় অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বছরও শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়ানৈপুণ্য প্রমাণ করল স্কুলটি, যা এলাকার শিক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়