বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০

উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ক্যাপসান : ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর সদর মডলে থানার অফিসার ইনর্চাজ মো. বাহার মিয়া ও বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অন্যরা।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া।

প্রধান অতিথি বলেন, জুলাই বিপ্লবের পর এই ইউনিয়নে শিক্ষার পরিবেশ ব্যাহত হয় নাই। কারণ, এই অঞ্চলের মানুষ যথেষ্ট শিক্ষাবান্ধব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা ভালো খেলেছো তারা পুরস্কার পাবে, আর যারা পাবে না ভবিষ্যতের জন্য চেষ্টা করবে। তোমরা মোবাইলে আসক্ত হবে না। তোমাদের সকলের জন্য দোয়া রইল। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে ওসি বলেন, সন্ধ্যার পর আপনাদের সন্তানদের বাহিরে যেতে দিবেন না। মোবাইল, ফেসবুক থেকে বিরত রাখুন। মাদক একটি সামাজিক ব্যাধি। আপনাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখবেন। তাদের কাছে মাদকের খারাপ দিকগুলো তুলে ধরবেন। কিশোর গ্যাং থেকে সন্তানদের দূরে রাখবেন। তোমরা শিশুরা বিপদে পরলে ৯৯৯ নাম্বারে কল করবা, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। বাল্য বিবাহকে আমরা না বলি। কারণ, বাল্যবিবাহ সমাজের ব্যধি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য সোহেল রুশদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তাহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, শাহিনা আক্তার, নাজিয়া মাহবুব, মো. কবির হোসেন চৌধরী, সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সদস্য ও অভিভাবক মো. শওকত কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল আউয়াল (রবি) গাজী, ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মিজিসহ অন্যরা।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ওসি মো. বাহার মিয়া ও সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। প্রধান অতিথি অন্য অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়