প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২
কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের (২০২৪) নগদ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) কচুয়া ক্যামব্রিয়ান স্কুল মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
|আরো খবর
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মফিজুল ইসলামের সভাপ্রধানে ও আহসান তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির হোসেন, শিক্ষা সচিব আলমগীর চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কবির হোসেন, আঃ রাজ্জাক সরদার, আবদুর রাজ্জাক মিয়াজী, কচুয়া ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মাও. শাহজালাল প্রধান, কচুয়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাই প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ নভেম্বর এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩০ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হয়। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২ হাজার ২৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল শেষে ট্যালেন্টে ১৯৩ জনকে দেয়া হয় নগদ ৭শ’ টাকা, সনদ ও সম্মাননা ও সাধারণ গ্রেডে ৩৬৫ জনকে দেয়া হয় নগদ ৫শ’ টাকা, সনদ ও সম্মাননা।
ডিসিকে/এমজেডএইচ