বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে-----ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী
নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে-----ইউএনও সুলতানা রাজিয়া

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে দুদিনব্যাপি বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলাতানা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারুণ্যের উৎসবে তাদের একের পর এক উপস্থাপনায় আমরা মুগ্ধ। আশা করছি দুদিনব্যাপি আয়োজিত বিজ্ঞান মেলায় তারা তাদের নিজেদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। একই সাথে নিজেদেরকে বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস থাকতে হবে। কারণ নতুন কিছু উদ্ভাবন করলেই হবে না, তা যেন এদেশের মানুষের কাজে লাগে তার জন্যও কাজ করতে হবে। শিক্ষক ও প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলছি, আপনাদের শিক্ষার্থীরা যেন বিজ্ঞানকে সহজভাবে বুঝতে পারে সেজন্যে আপানাদেরকেও তাদের সহযোগিতা করতে হবে।

একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও ইউআরসি ইনস্ট্রাক্টর তারেক নাথ মল্লিক।

উপজেলা প্রশাসন জানায়, মেলায় উপজেলার স্কুল, কলেজ এবং মাদ্রাসা পর্যায়ের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়