বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪০

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে ভিসি

শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে উৎকৃষ্ট চিন্তা-চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে

শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে উৎকৃষ্ট চিন্তা-চেতনা  বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে
সেলিম রেজা

রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ক্যাম্পাসে ভবন-২-এর সেমিনার কক্ষে নবীন বরণ-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের প্রতি আমরা যেনো সর্বদা শোকরিয়া আদায় করি এবং সবসময় ন্যায়ের পথে চলি ও কারোর প্রতি জুলুম না করি। তোমাদের প্রতিনিয়ত মননশীল অনুশীলন করতে হবে এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে উৎকৃষ্ট চিন্তা-চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, তোমাদের হাত ধরেই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমরাই গবেষণামুখী প্রতিষ্ঠান ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক খাদিজা খাতুন টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান সোহেল রানা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মাহির আসহাব কবির। পবিত্র গীতা থেকে পাঠ করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্রধর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোস্তাফিজ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুষ্মিতা কর।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কাজী মুজাহিদুল ইসলাম, অবনী খন্দকার এবং নবীনদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন তাহমিদুর রহমান নিহাল, মোহাম্মদ সাইফ, পূজা সাহা প্রমুখ।

এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং অনুষ্ঠানের পরে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়