প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২২:৫৮
চাঁবিপ্রবিতে অধিকার সুরক্ষা পরিষদের কমিটি গঠন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভিত্তিক অরাজনৈতিক পেশাজীবী সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর অধিকার সুরক্ষা পরিষদ, চাঁবিপ্রবির প্রতিষ্ঠাকালীন সদস্যদের দ্বারা আহবায়ক নির্বাচিত হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: বাইজীদ আহম্মেদ রনি এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিরঞ্জন চন্দ্র।
কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছে সিনিয়র ক্যাটালগার অফিসার মাহাবুবুর রহমান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট মোঃ জারাফাত ইসলাম।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: রমজান আলী, মো: জুলফিকার আলী, মো: ইমন আলী, মো: এনামুল হক, মো: জাহিদ হাসান খান, মো: রিয়াদ হোসেন, মো: সোহেল রানা, মো: আল আমিন, জাহিদুল হাসান হিমু, মো: মুন্না হোসেন, কালু আহমেদ রিংকু, শেখ মো: আরিফুর রহমান,প্রান্ত মজুমদার,মো: কবির হোসেন।
কমিটির বিষয়ে জানতে চাইলে অধিকার সুরক্ষা পরিষদ,চাঁবিপ্রবি এর নব নির্বাচিত আহবায়ক মো: বাইজীদ আহম্মেদ রনি বলেন, অধিকার সুরক্ষা পরিষদের অন্তর্ভুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। নিজেদের বিপদে আপদে আমরা একে অপরের পাশে থাকব। আমাদের সংগঠনের সকল সদস্যদের দীর্ঘমেয়াদী কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য।
অধিকার সুরক্ষা পরিষদ,চাঁবিপ্রবি এর সদস্য সচিব নিরঞ্জন চন্দ্র বলেন, অধিকার সুরক্ষা পরিষদকে একটি সত্যিকারের পেশাজীবী সংগঠন হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য এবং ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে সংগঠনের সকল সদস্য সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।