রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০০

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের মিলন মেলা

স্টাফ রিপোর্টার
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের  মিলন মেলা

দীর্ঘ ২৮ বছর পর দেখা হলো সকল বন্ধুদের সাথে- প্রতিটি সময় যেন থাকতে পারি বন্ধুদের নিয়ে মিলে-মিশে। সুখে দুখে তোরা আছত'তোরা থাকবি বন্ধুত্বের এই বন্ধনে - এই স্লোগান নিয়ে চাঁদপুর সদর উপজেলার দক্ষিনে বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬'ব্যাচ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ মিলন মেলা ২০২৪। এ উপলক্ষে ঈদের পরের দিন ১২' এপ্রিল শুক্রবার দিন ব্যাপী ফরক্কাবাদ বাজার মহিউদ্দিন প্লাজার দ্বিতীয় তলার ছাদে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলার এই অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে ৯৬' ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্য স্মৃতি চারন করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক মজুমদার বিএসসি। বিদ্যালয়ের ৯৬'ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহ পরান শেখের উপস্থাপনায় স্মৃতি মন্থর আলোচনা করেন বালিয়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী। এছাড়া আরো বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা কবির ওসমানী, হান্নান মিয়াজী,অবসর প্রাপ্ত শিক্ষক মমতাজ বিএসসি,আবুল খায়ের, ইয়াকুব আলী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের এই মিলন মেলা উদযাপনে ফরাক্কাবাদ বাজারে র‌্যালী বের করে।

উক্ত মিলন মেলায় সকল বন্ধু- বান্ধবীদের সাথে দীর্ঘ ২৮ বছর পর দেখা হওয়ায় এক আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ-সময় মিলন মেলায় সাবেক শিক্ষার্থীবৃন্দ বিদ্যালয়ের বর্তমান,চলমান সমস্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁরা এহেন পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য উপস্থিত সকল শিক্ষকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট জন,সাবেক কৃতি শিক্ষার্থী,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সংসদ সদস্য সহ যথাযথ সকল কতৃপক্ষদের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সাবেক শিক্ষার্থীরা আরো বলেন- যদি বিদ্যালয়ের পরিস্থিতি দ্রুত সমাধান না হয়,তাহলে অচিরেই বিদ্যালয়টি অনেক প্রশ্নের সম্মুখীন হবে। বিদ্যালয়ের নতুন একাডেমি ভবন নির্মাণ হবার খবরে খুবই খুশি হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়