প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০
চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের শহীদ দিবস পালন
'আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। একুশের প্রভাত ফেরীতে ভাষা শহিদদের স্মরণে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রভাত ফেরী ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক গুলশান আরা, জান্নাতুল ফেরদাউস, সাবিনা ইয়াসমিন, ফাতেমা আক্তার, চিত্রা ভঞ্জ, রওশন আরা খাতুন, নাসরিন আক্তার ও মোহাম্মদ হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ।