শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১৭:৫৪

শুরুতেই শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের বাজিমাত

মোঃ মঈনুল ইসলাম কাজল
শুরুতেই শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের বাজিমাত

প্রথম বারের মত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ সাফল্যসহ ১৯ জন জিপিএ -৫ অর্জন করেছে শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। ফলাফল বিবেচনায় শাহরাস্তি উপজেলায় প্রথম ও জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। ২০১৮সালে শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করার পর ২০২৩ সালে প্রথম বারের মত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন জিপিএ -৫ সহ শতভাগ সাফল্য অর্জন করে। জিপিএ -৫ বিবেচনায় জেলায় তাদের অবস্থান ৩য়। এবছর এসএসসি পরীক্ষায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫৬ জন জিপিএ -৫ অর্জন করে। ১৩৯জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চাঁদপুর সদরের মাতৃপিঠ উচ্চ বিদ্যালয়। বিয়াম ল্যাবরেটরি স্কুল এবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় দলগত জারিগানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে।

শাহরাস্তি উপজেলায় শিক্ষার প্রসার ঘটাতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিব উল্লাহ মারুফ শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই থেকে হাতে কলমে শিক্ষা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গ্রুপ স্টাডি, আবাসিক সহ শিক্ষার্থীদের সকল বিষয়ে সঠিকভাবে পাঠদান করে আসছে। স্কুলটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রতিষ্ঠাতা হাবিব উল্লাহ মারুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রধানীয়া জানান, ২০১৮ সালে ৬ষ্ঠ শ্রেণীরে ভর্তির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আগামীতে শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় থেকেই রেজিষ্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আরও ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়