প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৫
নারায়ণপুর ডিগ্রি কলেজে সততা স্টোর উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গত ৫ জানুয়ারি দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত ভাবে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রুহুল আমিন খান। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সুন্দর, দুর্নীতিমুক্ত এবং বাসযোগ্য আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। এ জন্য তিনি প্রত্যেক শিক্ষার্থীকে সব সময় সত্য ও সততাকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।
এ সময় কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিনসহ শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।