প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৬
রক্তকনা ফাউন্ডেশন ও হেপ্লিং হেন্ড সংগঠনের শীতবস্ত্র বিতরণ
অসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে যৌথ ভাবে শীতবস্ত্র বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকণা ফাউন্ডেশন এবং হেল্পিং হেন্ড নামে দুটি সংগঠন। গত ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার আশ্বিনপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রক্তকনা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা উত্তরা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন মৃধা, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা সড়ক ও জনপদ কর্মকর্তা মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা সহকারী শিক্ষক খন্দকার মোহাম্মদ ফয়েজুল আলম, উপদেষ্টা ডাক্তার সফিউল্লাহ, হিউম্যানিটিজ অর্গানিজেশনের প্রধান উপদেষ্টা ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সালেহ আকরাম সাজ্জাদ, নবীর হোসেন, মাহমুদুল হাসান সিফাত, সেচ্ছাসেবক শফিকুল ইসলাম, ইমরুল, জাহিদ,জুবায়ের, নাহিদ, জুবায়ের, সাখাওয়াত,মেহেদী, ,অনিক, জাহিদ, রায়হান, রাইসুল। সংগঠনের সকলের অংশগ্রহণে এবং সহযোগীতায় সাতটি গ্রাম তথা আশ্বিনপুর, শাহাপুর, পাটন, উত্তর বারগাও, দক্ষিণ বারগাও, কালিয়াইশ, কাজিয়ারা প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবার এবং এতিমদের মাঝে ঘরে ঘরে গিয়ে মানসম্মত কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য রক্তকনা ফাউন্ডেশন সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করে এ পর্যন্ত প্রায় চার শতাধিক মুমূর্ষু রুগীকে বিভিন্ন গ্রুপের রক্ত ডোনেশন করেছে। এ ছাড়া সংগঠনটি ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ফ্রী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রেখেছে বলে জানা যায়। রক্তকনা ফাউন্ডেশনের সদস্যগণ মতলব পূর্বাঞ্চলের সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার প্রতীক হয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী।