প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:১৩
ফরক্কাবাদ স্কুল কলেজ ও মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ হাইস্কুল, ডিগ্রি কলেজ ও সিনিয়র মাদ্রাসায় পৃথক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়।
|আরো খবর
এদিন সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী,বিদ্যালয়ের অভিবাবক সদস্য ইব্রাহীম খান,সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, সুভাষ চন্দ্র, বেবিন্টন চন্দ্র, দীনেশ চন্দ্র।
ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওঃ হেলাল পাটওয়ারী, প্রভাষক আবু ইউনুছ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন প্রভাষক আব্দুল কাদের। সবশেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়াও এদিন ফরক্কাবাদ কলেজেও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।