শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

হাছান খান মিসু
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার আয়োজনে চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট শাখার মূল ভবনের ইউনুস খান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার অধ্যক্ষ জামশেদুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

কলেজের সহকারী উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুল চাঁদপুর এর অধ্যক্ষ মোঃ নুর খান, ড্যাফোডিল ফ্যামিলী চাঁদপুর এর ডেপুটি ডিরেক্টর মোঃ জাফর খান, সিনিয়র সহকারী ডিরেক্টর মোঃ রুবেল খান। এছাড়াও চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিগন তাদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। পেছনে ফিরে তাকানোর সময় নেই, দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেয়া নতুন প্রজন্মরা আগামীতে চাঁদপুরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়