বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৪১

সংবর্ধিত হলো ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের A+ প্রাপ্ত শিক্ষার্থীরা

শামীম হাসান
সংবর্ধিত হলো ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের A+ প্রাপ্ত শিক্ষার্থীরা

ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিদ্যালয় কতৃপক্ষ। এ দিন মোট ৫০ জন শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রধান করা হয়।

৩ ডিসেম্বর (শনিবার) সকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল'র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা সুলতানা রাজিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আনসার উদ্দিন হাওলাদার, জেসমিন আক্তার, নিগার সুলতানা এবং রফিক মন্ডল, মাহাবুব আলম সোহাগ, শিউলী আক্তার, আব্দুল আলী, শাখাওয়াত হোসেন এবং সাংবাদিক আনিসুর রহমান সুজন সহ অন্যান্যরা।

এর আগে অনুষ্ঠানে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রাজন গাজী, হুুমাইয়ারা তানজীন, তাসলিমা তিশা।

উল্লেখ্য ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে জেনারেল শাখার তিন বিভাগে ৪৬ জন এবং কারিগরী শাখার ৪ জন শিক্ষার্থী সহ মোট ৫০ জন শিক্ষার্থী সাফল্যের সাথে A+ পাওয়ার গৌরব অর্জন করেন৷ এবছর A+ প্রাপ্তি ও সামগ্রিক ফলাফল বিবেচনায় উপজেলায় প্রথম স্থান অর্জন করে উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয়টি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়