প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫
শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে স্লোগানে
চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব
চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ১৩-১৫ অক্টোবর ২০২২ সময়ে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে। চাঁদপুর সরকারি কলেজ এবং ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের অনুপ্রেরণায় উৎসবের শ্লোগান ‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’।
|আরো খবর
উৎসবে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযাগিতা, স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা, ডিবেটার্স এওয়ার্ড নাইট, নানাবিধ প্রদর্শনী বিতর্ক, বিতর্ক উৎসব, বিতার্কিকদের সম্মিলন, মুক্ত আলেচনা, বিতর্ক আড্ডা, ক্যারিয়ার আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন। ১৫০০ এরও অধিক বিতার্কিক এবং বিতর্ক অনুরাগীদের অংশগ্রহণে রূপালী ইলিশের জনপদ আবারো জেগে উঠবে তারুন্যের নতুন সম্ভাবনায়। দেশের সব প্রান্ত থেকে আগত তার্কিকদের স্বাগত জানাবে ইলিশের বাড়ি চাঁদপুরে। ইতোমধ্যেই উৎসবের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বিশ্ববিদ্যালয় এবং নির্বাচিত স্কুল ও কলেজে আমন্ত্রন পত্র প্রেরন করা হয়েছে। ১৪-১৫ অক্টোবর বিতর্ক উৎসবে অংশগ্রহণের জন্য চাঁদপুর জেলার সকল পর্যায়ের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ৭০০/- (সাতশ’ টাকা) নিবন্ধন ফি যেখানে উৎসবের উপহারসহ দুই দিনের সকল খাবার সরবরাহ করা হবে। অন্যদিকে জেলার বাইরের সকল পর্যায়ের আমন্ত্রিতদের জন্য ১২০০/- (এক হাজার দুইশ’ টাকা) টাকা নির্ধারন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য যোগাযোগ : ০১৮৪১-৯৬৯৯০২।