রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ১৮ জুন ২০২২, ১১:৫১

হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন

আমরা কলা পাতায় বসে পড়েছি : মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

হাজীগঞ্জ ব্যুরো
আমরা কলা পাতায় বসে পড়েছি : মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

আমরা প্রাইমারী বিদ্যালয়ে কলা পাতায় বসে পড়েছি। আমরা তো মানুষ হয়েছি। তোমরা অনেক ভাগ্যবান,তোমরা পাকা ভবনে ফ্যানের নীচে বসে ক্লাশ করতে পারছো। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে বেশ কটি মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-চাঁদপুর) নির্বাচনী এলাকার ৪ বারের নির্বাচিত সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

এ সময় তিনি বলেন, তোমরা এখন বিদ্যালয়গুলোতে উপবৃত্তি পাচ্ছো, বছরের প্রথম দিন পাঠ বই বিনামূল্যে হাতে পাচ্ছো। এটা জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে সম্ভব হয়েছে। আমাদের সরকারের মতো আগের সরকার গুলো উন্নয়ন করলে এতোদিনে দেশ আরো উন্নতি লাভ করতো। হাজীগঞ্জ শাহরাস্তি দুই উপজেলার ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু আমরা নির্মান করেছি,আরো দুটি সেতু নির্মানধীন রয়েছে রয়েছে বলে জানান তিনি।

দিনব্যাপী উদ্বোধন অনুষ্ঠানগুলোতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মেহেদি হাসান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল,যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাববীসহ উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের কয়েকশ নেতা-কর্মী।

উল্লেখ্য এদিন তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, কাকৈরতলা আলিম মাদরাসার একাডেমিক ভবন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, দেশগাঁও দারুস সুন্নহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দেশগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয় ও দেশগাঁও ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়