প্রকাশ : ০৪ জুন ২০২২, ১৯:২৩
গাইডওয়াল না থাকায় বিদ্যালয়ের মাঠ পুকুরে
ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে পুকুর থাকায় বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিম পাশ পুকুরে ভেঙ্গে পড়েছে। এতে করে ছাত্রছাত্রীদের খেলাধুলায় চরম আকারে ব্যাঘাত ঘটছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
|আরো খবর
দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আখতারের অভিযোগের আলোকে সেখানে গেলে দেখা যায়, সত্যি সত্যিই বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশ পুকুরে ভেঙ্গে গেছে। এসময় তিনি বলেন, বিদ্যালয়ের সবদিক থেকে সুন্দর পরিবেশ বজায় থাকলেও এ একটি সমস্যার কারণে তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে বিপদে আছেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা মন খুলে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে পারে না। সব সময় আতঙ্ককে ভর করে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করতে হয়। কারণ, ছাত্রছাত্রীরা বল নিয়ে অথবা অন্যান্য খেলাধুলা করতে গেলে পুকুরে পড়ে যায়। তাই বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে পুকুরের পাড়ে গাইডওয়াল জরুরী ভিত্তিতে প্রয়োজন।
তিনি বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা এলজিইডি অথবা এমপি সাহেব ও উপজেলা চেয়ারম্যান অথবা স্থানীয় চেয়ারম্যানের বিশেষ বরাদ্দে এবং তাদের একটু সহযোগিতায় আমাদের এ সমস্যাটুকু সমাধান করা সম্ভব। বিদ্যালয়ের পক্ষে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখিত সমস্যাটি আমার জানা নেই। এছাড়া এসব বিষয়গুলো এমপি সাহেব অথবা উপজেলা চেয়ারম্যান যদি একটু সু-দৃষ্টি দেয় তাহলে হয়ে যায়। তার পরেও বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে তিনি এ বিষয়ে যেটুকু সম্ভব সহযোগিতা করবে বলে তিনি জানান।