রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ জুন ২০২২, ১৮:৫২

মতলব মডেল সপ্রাবিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

রেদওয়ান আহমেদ জাকির
মতলব মডেল সপ্রাবিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টুস কাউন্সিল নির্বাচন আজ ২ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫৬৫জন ভোটারের মধ্যে ৪শত ৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা যায়, ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিফাত সরকার আনাস সর্বোচ্চ ৪শত ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া শুভ্রতা ঘোষ ৩শত ২৩ ভোট পেয়ে দ্বিতীয় সাঈদা আক্তার জামিলা ৩শত ৯ ভোট পেয়ে তৃতীয়, সায়ন্ত কৃষ্ণ নন্দী ২শ ৪৩ ভোট পেয়ে চতুর্থ, জামিউল রেদওয়ান সাদাফ ২শত ৪২ ভোট পেয়ে পঞ্চম, রাজদ্বীপ ঘোষ ২শত ভোট পেয়ে ৬ষ্ঠ ও মাহিয়া নুর ১শত ৯৩ ভোট পেয়ে ৭ম স্থানে নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন নাহার লাকি জানানা, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া উদ্বুদ্ধ করণের লক্ষ্যে স্টুডেন্টস কাউন্সিলর নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এখানে প্রার্থী, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষায় শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়