রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৬:০২

কচুয়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক শাহাদাত হোসেন

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া
কচুয়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক শাহাদাত হোসেন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, সেবা শাখা, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সহকারি অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন ১৯৯৩ সালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিষয়ে প্রভাষক পদে শিক্ষকতার পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি এ কলেজের শিক্ষার্থীদের পড়া-লেখার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। এছাড়াও ইতিপূর্বে তাঁকে কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কচুয়া বার্তা পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

এক প্রতিক্রীয়ায় সহকারি অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন জানান, দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতার জীবনে বিভিন্ন প্রতিকূলতার মধ্যদিয়ে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছি। শিক্ষার মান উন্নয়নে কাজ করায় জাতি আজ আমাকে পুরস্কৃত করেছে। এই আনন্দ সকলের, এই খুশী কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। আগামী দিনের পথ চলায় কচুয়াবাসী তথা দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়