প্রকাশ : ০৪ মে ২০২২, ২০:৫৭
ড্যাফোডিল ফাউন্ডেশনের অর্থায়নে সু্বিধাভোগীদের নিয়ে ঈদ পুনর্মিলন
ড্যাফোডিল ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত জীবিকা চাঁদপুর-২ প্রকল্পের সকল সফল সুবিধাভোগীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসের ইউনুস খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে
|আরো খবর
জীবিকা চাঁদপুর-২ এর সকল সফল সদস্যদের কাছ থেকে তাদের সফলতার গল্প শুনে সন্তুষ্টি প্রকাশ করেন ও এর সাথে তিনি চাঁদপুরের বাবুরহাটস্থ অঞ্চলটিকে ভিক্ষুকমুক্ত করতে আরেকটি প্রকল্প শুরু করার ঘোষনা দেন ও তা সফলের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর এর অধ্যক্ষ মোঃ নূর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চাঁদপুর এর প্রকল্প পরিচালক মোঃ জাফর খান, প্রকল্প সমন্বয়ক মোঃ রুবেল খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ- আল- মামুন (বাদশা), জীবিকা চাঁদপুর এর প্রকল্প পরিচালক মোঃ আসাদুল্লাহ খান গালিব সহ ড্যাফোডিল ফ্যামিলি সদস্যবৃন্দ।