প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১৯:২২
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৯৩৩৯
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
|আরো খবর
সারা দেশের সরকারি মেডিকেল কলেজসমূহে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকার প্রথম ৪৩৫০ জনের মধ্যে ছেলে আছে ১ হাজার ৮৮৫ জন আর মেয়ে আছে ২ হাজার ৩৪৫ জন। উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সারা দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬৪৮৯টি।
ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে মেয়ে।