রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১২:১৬

চবির প্রতীকী জাতিসংঘের নেতৃত্বে চাঁদপুরের জিদান

অনলাইন ডেস্ক
চবির প্রতীকী জাতিসংঘের নেতৃত্বে চাঁদপুরের জিদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা (CUMUNA)'র ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ২০২২ চট্টগ্রামের দৈনিক আজাদীর অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইউমুনার (২০২০-২১) কার্যকরী বর্ষের সভাপতি মোঃ তানজিব হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CUMUNA এর ট্রাস্টি র্বোড চেয়ারম্যান জনাব শাহরিয়াজ মোত্তাকিন এবং ট্রাস্টি বোর্ড এর মাননীয় সদস্য মোহাম্মদ ইমরান ও সৈয়দ ফজলুল মাহদী। ২০২২-২০২৩ সালের গভর্নিং বোর্ডের অধিবেশনে CUMUNA এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব দেবজ্যোতি ধর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জিদান এবং সাংগঠনিক সম্পাদক জনাব ইফতে খায়রুল প্রান্ত, গভর্নিং বোর্ড সদস্য হয়েছেন জনাবা আরশি ইরতিজা ও জনাব বাধন অরিজিৎ। আব্দুল্লাহ আল জিদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি (SSC) এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০১৭ সালে এইসএসসি (HSC) পরিক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে ২০১৮ সালে CUMUNA তে সদস্য হিসেবে যুক্ত হয়। তারপর প্রতীকী জাতিসংঘের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করে নিজ কৃতিত্বের পরিচয় দেয়। "Outstanding Delegate in HSTUIMUN'19" "Best Delegate in BIMUNO'20", "Special Mention in Daffodil IMUN'20", "CUMUNA Trustee Board Award 2020" পুরুস্কার অর্জন করে। সাফল্যের ধারাবাহিকতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে CUMUNA এর সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল আল জিদান। এই প্রসঙ্গে জিদান বলেন, ধন্যবাদ CUMUNA এর সদস্যদের যারা আমাকে প্রতীকী জাতিসংঘের নেতৃত্বের আসনে বসিয়েছেন। আমার এই অর্জনের পিছনে মুল শক্তি হিসেবে কাজ করেছে চাঁদপুরের আমার স্কুল- কলেজের শিক্ষকরা। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। এখন থেকে রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশের বিভিন্ন সমস্যা আন্তর্জাতিক মহলে তুলে ধরে সমাধানের লক্ষে কাজ করে যাবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি এডভেঞ্চার ক্লাব (CUAC) এর চীফ পাবলিক এডমিনিস্ট্রেটর জনাব আসাদুল্লাহ কাদের, চিটাগাং ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাব (CUHRC) এর সভাপতি জনাবা বর্ণা চৌধুরী, একাউন্টিং কমিউনিকেশন ক্লাব (ACC) এর প্রতিনিধি জনাব মোঃ ইবনে আরমান, চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (CUDS) এর যুগ্ম সচিব জনাব মো. বখতিয়ার, অর্থ সম্পাদক জনাব কায়েস সাইফুল্লাহ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক জনাব শাহরিয়ার অনুষ্ঠানে উপস্থিত থেকে সিইউমুনার নবনির্বাচিতদের প্রতি শুভকামনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতীকী জাতিসংঘ এর মূল ধারণা ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। CUMUNA এর প্রতিনিধি দল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলনে (MUN) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এবং নৈপুণ্য দেখিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারও অর্জন করে থাকে। সংগঠনটি ২০১৪ সালের মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সফলভাবে কাজ করছে এবং আন্তর্জাতিক বিষয়াদি সহ কূটনীতি ও গঠনমূলক আলোচনার অনুশীলন করে আসছে। যার ধারাবাহিকতায় সংগঠনটি ইতোমধ্যে ৬ টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে যেখানে অংশ নিয়েছে ভারত, নেপালসহ প্রায় ১৫ টি দেশের শির্ক্ষাথীরা। এছাড়াও তারা কর্মশালা, সেমিনার, সাপ্তাহিক সেশনের আয়োজন করে তাদের কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট সেশন, প্যারেন্টস ডে, অন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন, বাৎসরিক একটি আর্ন্তজাতিক সম্মেলন সহ আরো বেশকিছু কার্যক্রম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়