রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ১৮:২৮

হাজীগঞ্জে সহশ্রাধিক শিক্ষার্থীকে সিআইপি জয়নাল আবেদীনের শিক্ষাসামগ্রী বিতরণ

হাজীগঞ্জে সহশ্রাধিক শিক্ষার্থীকে সিআইপি জয়নাল আবেদীনের শিক্ষাসামগ্রী বিতরণ
কামরুজ্জামান টুটুল

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজীগঞ্জের কৃতি সন্তান সিআইপি জয়নাল আবেদিন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সহশ্রাধিক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরন করেছেন।

৫ বারের সিআইপি পদকপ্রাপ্ত, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার বৃহস্পতিবার উপজেলার কালচোঁ উত্তর ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

এ দিন সকালে সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ শিক্ষা সমাগ্রী বিতরণ করেন। একই সময় তিনি ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নিজের জীবনের কথা তুলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেনন তিনি।

এ সময় তিনি বলেন, আজকের শিক্ষার্থী তোমরা আগামী দিনের ভবিষ্যত। তোমাদের হাতে নির্ভর করছে আগামীর বাংলাদেশের নেতৃত্বে। তোমরা যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। দেশের নেতৃত্ব দেবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া।

তিনি আরো বলেন, বিশ্ব এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে। বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে বিশ্বের কোথায় কি হচ্ছে। তোমরা উচ্চ শিক্ষা অর্জন করে আমাদের ছেড়ে আরো অনেক বড় হবে। মানুষের মতো মানুষ হবে। দেশ ও এলাকাবাসির সেবা করবে এটাই আমার প্রত্যাশ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য কাজ করছে। তাঁর বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এদেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সৈনিক তাঁকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের সেবায় অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামালউদ্দিন, পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোস্না বেগম, হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য ন্যাশনাল কম্পিউটারের স্বত্ত্বাধীকারী মো. জহিরুল ইসলাম লিটন, সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ডা. আবদুল হাই প্রধানীয়া, আওয়ামী লীগ নেতা টিপু চৌধুরী, ইউপি মেম্বার আবদুল আউয়াল, সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের খান, কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক প্রধানীয়া, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম মুন্সি, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, সাবেক ইউপি সদস্য আবু তাহের প্রধানীয়া, জামাল খান, আবদুল জলিল সর্দার প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়