প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৯:২৭
মতলবে ১০ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সুমন চৌধুরীর শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী সাইফুল হাসান।
২১ মার্চ সোমবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।
আবু তাহের মাস্টার এর সঞ্চালনায় এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বাখরপুর চৌধুরী বাড়ীর কৃতি সন্তান, বরেণ্য শিক্ষাবিদ আবুল হোসেন চৌধুরীর ছেলে আফতাব চৌধুরী সুমন। গত ৫ বছর যাবৎ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় যুবসমাজকে নিয়ে কমিটি গঠন করে মানব সেবার নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা ও কলম পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণে ওয়াটার বিশুদ্ধকরণ মেশিন বসিয়ে দিচ্ছেন। দরিদ্র ও শিক্ষার্থী সেবা দেয়ার পাশাপাশি তিনি মসজিদের ইমামদের নিয়েও কাজ করে যাচ্ছেন।