রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৭:৩১

আইসিটি ফর এডুকেশনের জেলা অ্যাম্বাসেডর হলেন আব্দুল আজিজ শিশির

অনলাইন ডেস্ক
আইসিটি ফর এডুকেশনের জেলা অ্যাম্বাসেডর হলেন আব্দুল আজিজ শিশির

শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং মানসম্মত ও গুনগত শিক্ষা নিশ্চিত করনের অংশ হিসেবে শিক্ষক বাতায়ন ও আইসিটি ডিভিশন এটুআই কর্তৃক আইসিটি ফর এডুকেশন এর জেলা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ শিশির।গতকাল এটুআই ও শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ তার আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষন, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড, ব্লগ লিখন, অনলাইন ক্লাস, ভিডিও কন্টেন্ট উপস্থাপনসসহ আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন বিবেচনা করে তাকে জেলা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করে তার নাম জেলা অ্যাম্বাসেডরদের তালিকায় অন্তর্ভুক্ত করে।তিনি ২০০৯ সালে ইংরেজি সাহিত্যে সন্মান সহ স্নাতোকত্তর ডিগ্রি লাভের পর বিএড ডিগ্রি নিয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলায় ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন।২০২১ সালের ৩০ জুন তারিখে প্রথম শ্রেনির গেজেটেড পদ মর্যাদায় সিনিয়র শিক্ষক (ইংরেজি) পদে পদোন্নতি লাভ করে বর্তমানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি ধারাবাহিক মূল্যায়নের মাস্টার ট্রেইনার, ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির নির্বাচিতসহ সাধারন সম্পাদকের দায়িত্ব পালন সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন।জেলা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় জানান শিক্ষাক্ষেত্রে চলমান অাইসিটির বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে একজন প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত।তিনি এটুঅাই সংশ্লিট কর্মকর্তাগণ,জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সকল অ্যাম্বাসেডর ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়