বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৫:১৯

ফরিদগঞ্জে নিসচা’র ঈদ পুনর্মিলনীতে বক্তাগণ

চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে রোড ডিভাইডারসহ দু লেন চালুর দাবি

ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে রোড ডিভাইডারসহ দু লেন চালুর দাবি

নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে উপজেলা সদরে সংগঠনের সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ, সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ আল আমিন, আনোয়ার হোসেন, মাছুম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আ. কাদির , দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ ফারাবী, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান ও সদস্য মহিউদ্দিন মাহিন।

অনুষ্ঠানে বক্তাগণ চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ককে দুর্ঘটনামুক্ত করতে অবিলম্বে রোড ডিভাইডারসহ দু লেন চালু এবং ক্ষতবিক্ষত সড়ক মেরামতের জন্যে কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এছাড়া অনুষ্ঠানে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক সাইন নিসচা স্থাপন, সড়কের দু পাশে ঝোপঝাঁড় কর্তন, পৌর এলাকার নির্মাণাধীন সড়কগুলোকে দুর্ঘটনামুক্ত রাখতে কর্মপন্থা নির্ধারণ, ফরিদগঞ্জ বাসস্টান্ডের দু পাশে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়