বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩

৭৬৪ জন সাবেক কর্মকর্তা পাচ্ছেন ‘ভূতাপেক্ষ’ পদমর্যাদা ও আর্থিক সুবিধা

মো: জাকির হোসেন
৭৬৪ জন সাবেক কর্মকর্তা পাচ্ছেন ‘ভূতাপেক্ষ’ পদমর্যাদা ও আর্থিক সুবিধা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন বঞ্চিত কর্মকর্তা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের কার্যালয়ের সামনে আজ রোববার। ছবি: সংগৃহীত

জনপ্রশাসনের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে ৭৬৪ জন সাবেক কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদমর্যাদা ও আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের গঠিত একটি বিশেষ কমিটির সুপারিশ অনুসরণ করা হবে।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “চাকরির ন্যায্য অধিকার নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা ও পদমর্যাদার বিষয়টি শিগগিরই বাস্তবায়িত হবে। তবে প্রক্রিয়ার কিছু নিয়মকানুন মানতে হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান হবে।”

এ সময় সচিবালয়ের বারান্দায় বঞ্চিত সাবেক কর্মকর্তাদের একটি দল দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছিল। আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, “আমাদের দীর্ঘদিনের বঞ্চনা এবার অবসান হতে যাচ্ছে। সরকারের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”

জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে উপসচিব থেকে সচিব পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বঞ্চনার শিকার হন। বঞ্চনা নিরসন কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন করে তাঁদের পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সরকারের এ সিদ্ধান্ত জনপ্রশাসনে ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

পরবর্তী কার্যক্রম

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ জারি করা হবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এ প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়