শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:২৩

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ৮-১০ কেজি ওজনের ৪টি কাতল

অনলাইন ডেস্ক
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ৮-১০ কেজি ওজনের ৪টি কাতল

চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও রাজরাজেশ্বর চর এলাকার মেঘনা নদীতে বিশাল আকৃতির ৪টি কাতল মাছ ধরা পড়েছে। একেকটা নদীর কাতল মাছের ওজন প্রায় ৮ থেকে ১০ কেজি।

রোববার বেলা সাড়ে এগারোটার সময় চাঁদপুর শহর রক্ষাবাঁধের অদূরে মেঘনা নদীতে তরপুরচন্ডি এলাকার জেলে ইসমাইলের সুতার জালে একটি মাছ ধরা পরে। মাছটিকে বেলা বারোটার সময় বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আনলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে নিলাম হয় এবং ৩৫ হাজার টাকা মণ দরে প্রায় ৯ কেজি ওজনের কাতল মাছটি ৮ হাজার টাকায় বিক্রি হয়ে যায়।

মৎস্য আড়তদার ইউসুফ বন্দুকশী জানান, রোববার সকালে এই ঘাটের জেলেরা মেঘনা নদীতে ইলিশ ধরার জন্য জাল ফেলেন। তাদের জালে পৃথক চারটি বড় বড় কাতল মাছ ধরা পড়ে।

জেলে ইসমাইল জানান, নদীতে ২২ দিনের অভিযানের পর তাদের ব্যবহ্নত ইলিশ জালে মাঝে মধ্য পাঙ্গাশ,আইর ও রুই-কাতল ও রিডা মাছ ধরা পড়ে।

এবারও ব্যতিক্রম হয়নি। চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে ইলিশের পাশাপাশি বেশ কিছু পাঙ্গাস আইর মাছের পর নদীর কাতল মাছও পাওয়া গেল।

হাজী আবুল খায়ের গাজী মৎস্য আড়তের লোকজন বলেন, এসব মাছ ঘাটে আসলে প্রতিযোগিতামূলকভাবে ঘাটের বড় আড়তদারেরা কিনে নেন। স্থানীয়ভাবে এসব মাছের ক্রেতা কম। বিক্রি করতে হলে মাছ কেটে ভাগ করে বিক্রি করতে হয়। নতুবা ঢাকা বা অন্য কোনো স্থানের বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিক্রি করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, 'এ বছর ইলিশ অভিযান সফল হওয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন রকম বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে।'

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়