শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১

শ্রীনগরে ট্রাকসেলে ৩৬ টাকায় আলু বিক্রি সন্তুষ্ট নিম্ন আয়ের মানুষ

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ট্রাকসেলে ৩৬ টাকায় আলু বিক্রি সন্তুষ্ট নিম্ন আয়ের মানুষ

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষিত নির্ধারিত ৩৬টাকা মূল্যে আলু বিক্রির কার্যক্রম সারাদেশে শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় সার্কেল অফিসের মোড়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও শ্রীনগর বাজার কমিটির আয়োজনে ১ কেজি থেকে ৫ কেজি প্যাকেট করে নির্দিষ্ট মূল্যে আলু বিক্রি করা হয়।

ট্রাকসেল থেকে আলু ক্রয় করতে এসে একাধিক ভোক্তা জানান,সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এমন উদ্যোগ নেওয়ার জন্য৤ আলুর পাশাপাশি অন্যান্য কাঁচা বাজারের মূল্যের আরো জোরালো নজর দেওয়া প্রয়োজন কারন সাধারণ মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে।

অন্য এক ক্রেতা জানান,বেশি নয় একটি সপ্তাহ যদি এভাবে ৩৬ টাকা মূল্যে আলো বিক্রি হয় তাহলে সিন্ডিকেট রাস্তায় নেমে পড়বে।তাদের মজুদকরা আলু নষ্ট হয়ে যাবে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,বাজার কমিটির আহবায়ক জুয়েল লস্কর,শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ইউপি সদস্য আমির মোড়ল প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়