শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪১

শ্রীনগরে ইলশে মাছের ভরা মৌসুমে বাজার চড়া

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ইলশে মাছের ভরা মৌসুমে বাজার চড়া

শ্রীনগরে ইলশে বাজার চড়া ইচ্ছে ছিল বড় ক্রয় করলেন ছোট।চলছে ইলিশ মাছের ভরা মৌসুম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাজার গুলোতে ইলিশ মাছ পাওয়া গেল ও দাম ক্রেতাদের নাগালের বাইরে।প্রতি কেজি ছোট ইলিশ মাছ ৬০০-৭০০, মধ্যম ৯০০-১০০০,বড় ১২০০-১৫০০টাকা দামে বিক্রি হচ্ছে । ক্রেতা আব্দুল জলিল বেপারী বাজারে এসেছিলেন বড় একটি ইলিশ ক্রয় করতে দাম বেশি তারপর ও বাধ্য হয়ে বেশি দাম দিয়ে একটি ইলিশ মাছ কিনলেন।ক্রেতা ফাতেমার স্বামী একজন শ্রমজীবী মানুষ স্বামীর আয়ে কোনমতে চলে সংসার । তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বায়না ধরেছে বড় ইলিশ খাবে। তাই ১০ সেপ্টেম্বর সকাল দশটায় বাজারে এসেছিলেন বড় একটি ইলিশ ক্রয় করতে এসে দেখেন দাম নাগালের বাইরে।তাই ছোট একটি মাছ ক্রয় করলেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন , ইলিশের ভরা মৌসুমে ভেবেছিলেন এ সময় মাছের দাম কম হবে এসে দেখন উল্টো চিত্র। গরিবের পক্ষে এতদামে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব নয়।ছোট মেয়েরবায়না পূরণ করতে বড় ইলিশের পরিবর্তে ছোট্ট একটি ইলিশ মাছক্রয় করলেন।তিনি দুঃখ প্রকাশ করে বলেন ইচ্ছে ছিল বড় মাছ ক্রয়ের।দাম বেশি হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও ছোট মাছটি ক্রয় করে তা নিয়ে বাড়ি চলে গেলেন। ।

ইলিশ মাছ বিক্রেতা ভব দাস জানান,এখন ইলিশের ভরা মৌসুম আড়তে ইলিশ মাছ থাকলে ও মাছের দাম উর্ধ্বগতি।

তারা বেশি দামে ইলিশ মাছ ক্রয় করাতে বেশি দামে বিক্রি করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়