শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ২০:৪৫

ভোক্তা দপ্তরের ডিডি'র সাথে চেম্বার অব কমার্সের সভা

অনলাইন ডেস্ক
ভোক্তা দপ্তরের ডিডি'র সাথে চেম্বার অব কমার্সের  সভা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ'র সাথে চাঁদপুরের ব্যবসায়িদের সঙ্গে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৩ আগস্ট,২০২৩ খ্রিঃ দুপুরে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে পুরাণবাজার চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) ফয়েজ উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল কুমার ঘোষ।

এসময় চেম্বারের পরিচালকবৃন্দ,সদস্যবৃন্দ,চাল ব্যবসায়ী, সবজি আড়তদার, লবণ ব্যবসায়ী,রেস্তোরাঁ ও হোটেল মালিক সমিতির সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কনজুমার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবৈধ মজুত বন্ধকরণ,খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধের যৌক্তিকতা, বাজার মনিটরিং অব্যাহত রাখা,চালের বস্তায় অন্য নিজের ব্রান্ড ব্যতীত অন্য ব্রান্ড ব্যবহার না করা এবং সর্বোপরি ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচার ও প্রয়োগ নিয়ে সম্মানিত উপপরিচালক আলোচনা করেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য শুনা হয়।জনস্বার্থে সবাই মিলে দেশের তরে কাজ করার উদাত্ত আহবান জানিয়ে উপপরিচালক বক্তব্য শেষ করেন। চেম্বার অব কমার্সের সভাপতি ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক সভা আয়োজন ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়