প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৬:০২
চাঁদপুরে অনলাইনে ইলিশের বাজার (ভিডিও ক্লিপসহ)
চাঁদপুরের ঐতিহ্য রুপালি ইলিশ। এখানকার সুস্বাদু ইলিশের স্বাদ পেতে বড় ব্যাকুল হয়ে ওঠে বাঙালির মন।
|আরো খবর
গভীর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে এখন জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় ট্রালার ও পিকআপ ভর্তি কিছু ইলিশ সকাল থেকেই চাঁদপুর মৎস্য বন্দরে এসে ভিড়ছে। পাশাপাশি পদ্মা-মেঘনার সব নদীর ইলিশও আসছে ঘাটে।
দেশের যে কোনো জায়গায় বসে অর্ডার করে পেয়ে যাচ্ছেন পচ্ছন্দের সেই ইলিশ। ইলিশ মৌসুমের এই সময়ে সারাদেশে চলছে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধ। এ পরিস্থিতিতে ঘরবন্দী পরিবারগুলো অনলাইনে পেয়ে যাচ্ছেন চাঁদপুরে ইলিশ। বিশ্বস্ততা অর্জন করায় অনলাইনে অর্ডার নিয়ে বাছাইকৃত ইলিশ সরবরাহ করছেন স্থানীয় কয়েকজন উদ্যোক্তা। এর মধ্য নারীরাও রয়েছেন।
অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয়-বিক্রয় সম্পর্কে চাঁদপুরকণ্ঠের কাছে তারা কি বলছেন দেখুন--- চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে অনলাইনে ইলিশ ক্রয়-বিক্রয়ের এ ভিডিও চিত্র ধারন করা হয়েছে।