প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:১৯
চাঁদপুরে কলকাতার জনপ্রিয় নায়িকা কৌশানী
শারদীয় দূর্গোৎসবে কলকাতায় বাড়ী ফিরে পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চায় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এরপর তিনি বাড়ীতে গিয়ে মায়ের হাতে শর্শে দিয়ে ইলিশ রান্না করে খাওয়ার প্লান করছেন।
|আরো খবর
২৮শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদক-কে একান্ত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন।
টালিউড কুইন কৌশানী মুখোপাধ্যায় বলেন, ইলিশ মাছ প্রতিটা বাঙ্গালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, শর্শে ইলিশ, ইলিশের ঝোল, ভাত, ডাল এসব বলতে গেলেই জ্বিভে জল এসে যায়। তবে ইলিশের কাটা নিয়ে খুব ভয় পাই। তবুও ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুন লাগে। আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়ীতে ফিরবো। চাঁদপুরের পদ্মা মেঘনার প্রচুর ইলিশ বাড়ীর সবাইকে গিফ্ট করবো। আর মায়ের হাতে শর্শে ইলিশ রান্না করে খাবো।
বাংলাদেশে এই প্রথম কোন সিনেমায় কাজ করছেন জানিয়ে কৌশানী মুখোপাধ্যায় বলেন, এটিই বাংলাদেশে আমার প্রথম কোন সিনেমায় কাজ করা। এই সিনেমায় আমার নাম 'প্রিয়া' আর সিনেমাটার নাম 'প্রিয়া রে'। এটা একটা রোমান্টিক আর কনটেন্ট বেজড সিনেমা। আমি একজন ঘরোয়া মেয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে। সেই আদর থেকেই প্রেমের অধ্যায় টা জীবনে শুরু হওয়া। আশা করছি এই সিনেমাটার মাধ্যমে বাংলাদেশের সকলের মন জয় করতে পারবো।
এদিকে 'প্রিয়া রে' সিনেমা প্রসঙ্গে কৌশানী মুখোপাধ্যায়ের বিপরীতে কাজ করা এপার বাংলার নায়ক শান্ত খান বলেন, আমি এক ঘেয়ামী থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা চরিত্র করতে চাই। শুধু একশ্যান হিরোর রোল প্লে করবো-এমনটাতে সীমাবদ্ধ থাকতে চাইনা। শাপলা মিডিয়ার প্রযোজনায় আমি এই সিনেমায় একজন রাখালের চরিত্রে অভিনয় করছি। খুবই ভালো একটা গল্প এটা। আমার চরিত্রের নাম 'নূর'। কৌশানীর সাথে এটাই আমার প্রথম কাজ। যদিও এরপর 'সোলজার' নামের আরো ১টি ছবিতে আমরা দুজনে ভারতে অভিনয় করবো। 'প্রিয়া রে'- সিনেমায় গ্রামের নির্যাতিত গরিব অসহায়দের পক্ষ নিয়ে মাতব্বরদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে নূর নামের চরিত্রে অভিনয় করছি। এই সিনেমায় শিবা শানু,রজতাব দত্ত রনি দাদাদের পেয়ে আমার কাজ করতে দারুন লাগছে।
এদিকে 'প্রিয়া রে'-সিনেমাটি নিয়ে সিনেমাটির পরিচালক পূজন মজুমদারের অনেক প্লানিং রয়েছে। এ ব্যপারে পূজন মজুমদার বলেন, খুব ভালো মানের একটা গল্প। একটা রিভেঞ্চ নিয়ে গল্পটা সাজানো হয়েছে। আমরা চাঁদপুরের চর এবং বাসাবাড়ীর কয়েকটা স্পট সিলেক্ট করে গ্রামীণ দৃশ্যগুলো ফুটিয়ে তুলছি। এরপর গানসহ অন্যান্য কাজ ধরবো। সিনেমাটি সফল করতে সকলের ভালোবাসা চাইছি।
এদিকে ওপার বাংলার হিরোইন কৌশানী মুখোপাধ্যায় চাঁদপুরে এসে শুটিং করাটি বেশ উপভোগ করছে স্থানীয়রা। এ ব্যপারে আনন্দ জানাতে গিয়ে চাঁদপুর সদরের ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ১নং ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া বলেন, রঘুনাথপুরের প্রাকৃতিক মনোরম পরিবেশে ওপার বাংলার হিরোইন কৌশানী মুখোপাধ্যায় কে নিয়ে আমাদের চাঁদপুরের গর্ব নায়ক শান্ত খান সিনেমার শুটিং করছে। আমরা শুটিং দেখে এলাকাবাসী খুব আনন্দ উপভোগ করছি।