প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ২১:৩৫
ইলিশের কেজি ৬ শ’ টাকার নিচে নামছেই না!
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের আমদানি আরো বেড়েছে। মঙ্গলবার ঘাটে ইলিশ বোঝাই ফিশিং বোট এসেছে ১৩টি।
|আরো খবর
সরজমিনে মাছ ঘাট গিয়ে দেখা যায় ফিশিং বোটের সিরিয়াল আর ছোট-বড় প্রত্যেক আড়তের সামনেই ইলিশের কম বেশি স্তুপ। এসব ইলিশ সাগর অঞ্চলে আহরিত। সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সেখানকার ফিশিং বোট জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছে।
সেই ইলিশে চাঙ্গা চাঁদপুর মাছ ঘাট। ইলিশ আমদানি বৃদ্ধি পেলেও দাম কিন্তু তেমন কমছে না।
ঘাটেই এক কেজির নিচে বরফ দেওয়া ইলিশের কেজি ৬০০ টাকার উপরে। যা ক্রেতা সাধারণের নাগালের বাইরে। পাইকারি প্রতিমণ ইলিশ ২৫ হাজার টাকা থেকে ৩৫/৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পঁচা ইলিশের মও ১৫ থেকে ১৬ হাজার টাকা।
আড়তে আনা অধিকাংশ ইলিশ চাঁদপুর থেকে বিভিন্নস্থানে চালানী হয়। ফলে বেশি মাছের সুফল পাচ্ছে না এখানকার মানুষ।ভরা মওসুমে দাম না কমার কারণ হিসেবে আড়তদাররা বলছেন, লোকাল নদ-নদীতে ইলিশ ধরা পড়ছে খুবই কম।