রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ২২:০১

কচুয়ায় পশুর হাটে এসিল্যান্ড ও ওসির অভিযান

কচুয়ায় পশুর হাটে এসিল্যান্ড ও ওসির অভিযান
অনলাইন ডেস্ক

করোনাকালীন কচুয়ার গরুর হাট বাজারগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি ও কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন। আজ ১৭ জুলাই শনিবার উপজেলার পৌর গরুর হাট, বিতারা ইউনিয়নের বাইছারা গরুর হাট এবং সাচার ইউনিয়নের সাচার গরুর হাটে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দীন হাটের ইজারাদারদের স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। হাটের প্রবেশ পথে সাবান ও হাত ধোয়ার ব্যবস্থা রাখার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতার মাস্ক পরিধান নিশ্চিত করতে বলেন।

এছাড়া বাজারে আসা ক্রেতা-বিক্রতাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে গরু, ছাগল এবং অনান্য পশু ক্রয়- বিক্রয়ের নির্দেশ প্রদান করেন। মাস্ক ব্যতীত কাউকে পাওয়া গেলে ইজারাদারের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কঠিন হুশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়