শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ১৭:২২

পুরাণবাজারে পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলন

চেম্বার সভাপতির হস্তক্ষেপে কাজে ফিরেছে গদিঘর শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলন

কাজ বন্ধ রেখে পারিশ্রমিক বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যাবসায়িক এলাকা পুরান বাজারের বিভিন্ন গদিঘর শ্রমিকরা। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সড়ে ১১টা পর্যন্ত বাজারের কয়েক'শ একত্রিত হয়ে বাজার এলাকায় মিছিল করেছে। এ সময় সকল ব্যবসা প্রতিষ্ঠানের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এই পরিস্থিতিতে চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম স্থানীয় শ্রমিক নেতা সামছুল সরদারের সাথে কথা বলে ঈদের আগে বিষয়টি সমাধানে আশ্বাস দিলে শ্রমিকরা তাৎক্ষণিক কাজে ফিরে। বাতাসা পট্টি লেবার ইউনিয়নের যুগ্ম সম্পাদক সেলিম জানায়, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা আমদানি-রপ্তানি কাজে যে পারিশ্রমিক ব্যবসায়িরা দিচ্ছে তাতে তাদের পোষায় না। পারিশ্রমিক বাড়ানোর জন্য তাদের এ আন্দোলন। রেট বাড়ানোর আশ্বাস পেয়ে আমরা পুনরায় কাজে গিয়েছি।

এদিকে, বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান নানা অজুহাতে শ্রমিকরা এভাবে কাজ বন্ধ রেখে আন্দোলন করায় বাজারে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের কাছে বাজার ব্যবসায়ীরা অনেকটাই জিম্মি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়