প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
লকডাউন না মানায় হাইমচরে ৮ মামলা
সারাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে হাইমচর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থানে ছিলো। মাস্কবিহীন চলাফেরা ও বিভিন্ন দোকান খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
|আরো খবর
৬ জুলাই মঙ্গলবার সকাল থেকে হাইমচর উপজেলা সদর আলগীবাজার, কাটাখালী, ঢেলেরবাজার, তেলিরমোড় বাজার, জনতা বাজারসহ বিভিন্ন স্থানে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধারায় ৮টি মামলায় ১৩৫০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর থানা তদন্ত অফিসার সুব্রত কুমার দাসসহ অন্যরা।