প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ১৬:৪৮
নির্বাচনী ঘটনার জেরে চেয়ারম্যান স্বপন মাহমুদের উপর হামলা
রাজনৈতিক মামলার আসামী হিসেবে আদালতে হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিজিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ রাস্তায়। জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে রাজনৈতিক সহিংসতার নামীয় এজাহারভুক্ত আসামী হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ নির্ধারিত তারিখ অনুযায়ী দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরাসহ চাঁদপুর আদালতে হাজিরা দিতে আসেন।
আদালতে হাজিরা শেষে বাড়িতে যাওয়ার জন্য সিএনজি উঠবে এমন সময় কোনো কিছু বুজে উঠার পূর্বেই বেশ কজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের উপর অর্তকিত হামলা চালালে তিনি আহত হন। তাৎক্ষণিক সাথে থাকা দলীয় নেতা-কর্মীদের বাঁধার মুখে তিনি বড় ধরনের আঘাত পাননি বলে জানান।ঘটনার পর পরই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। আহত ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ হামলার বিষয়ে বলেন, গত ১১ নভেম্বর সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি।
উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে চাঁদপুর শহর থেকে একদল যুবক গেলে তাঁদের সাথে একটি কেন্দ্রের সন্মুখে কথা কাটাকাটি হয়। ঐ ঘটনা কে কেন্দ্র করে তাঁরা আমার উপর নক্কারজনক ভাবে হামলা চালায়।
তিনি বলেন, আমি একজন জনপ্রতিনিধি এখনো আছি। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবো।