প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ২২:০৬
বিষ্ণুপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৭
নির্বাচনী প্রচারণার শেষ দিনে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর বিকেলে উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দু'মেম্বার প্রার্থীর সর্মথকদের মধ্যে ঘটেছে বলে জানা গেছে।
|আরো খবর
এ সংঘর্ষের খবর শুনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন খান শামীমের ছোটভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে জামায়াত বিএনপি সর্মথিত মোরগ মার্কার মেম্বার প্রার্থী মমিন খান ও নাঈম খানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এমনকি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে বেশকজনকে জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন : মহসীন খান, হাসান খান, ফাহিম খান, রনি খানসহ ৭ জন।
এদের মধ্যে হাসান খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার বিষয় শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।