শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ২০:৪৪

মেঘনা নদী থেকে ১১৪ বস্তা চোরাই গমসহ আটক ১

গোলাম মোস্তফা
মেঘনা নদী থেকে ১১৪ বস্তা চোরাই গমসহ আটক ১

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা থেকে ৫০ কেজি ওজনের ১১৪ বস্তা চোরাই গম উদ্ধার করেছে কোস্টগার্ডের টহল সদস্যরা। এ সময় চোরাই কাজের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম।

চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসা জাহাজ থেকে দীর্ঘদিন যাবত স্থানীয় কিছু চোরাকারবারী চক্রের সদস্যরা বিভিন্ন জাহাজ থেকে মালামাল এবং খাদ্যপন্য নামিয়ে চোরাই পথে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগের ভিওিতে কোস্টগার্ড এই অভিযান পরিচালনা করে।

এদিকে কোস্টগার্ড অভিযান পরিচালনাকালে কালোবাজারির সাথে জড়িত সন্দেহে আনোয়ার হোসেন (৪৮) নামের একজন কে আটক করে। আটক ব্যক্তির বাড়ি শহরের ৩নং কয়লাঘাট এলাকার জাব্বার রাঢ়ীর ছেলে। সেই এই চোরাকারবারির সাথে র্দীঘদিন ধরে জড়িত বলে স্থানীয়রা জানান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, মেঘনা মোহনা থেকে চোরাই মাল কেটে প্রায় সময়ই আনোয়ার বিক্রি করে থাকে। সে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে ৩টি ঘর নির্মাণ করেছে শহরের আক্কাছ আলী হাই স্কুলের পিছনের এলাকায় বসবাস করে। আনোয়ারের সাথে রয়েছে চোরাই সঙ্ঘবদ্ধ দল। নদীপথে তারা রাতের আধারে জাহাজ থেকে তেল, গম, চিনিসহ বিভিন্ন উপকরণ কেটে জাহাজ থেকে নামিয়ে নেয়। এভাবে তারা চোরাই মাল ক্রয় বিক্রি করছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, বিকেলে আটক ব্যক্তি আনোয়ার হোসেনকে কোস্টগার্ড নৌ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় নৌ থানায় মামলা দায়ের করা হয়। আটক আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়