শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৯:২১

জাল নৌকা মাছসহ আটক ১৯ জেলে

মিজানুর রহমান
মেঘনায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান

প্রজনন মওসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১৯ জেলে আটক করেছে নৌ থানা পুলিশ।এসময়

৩২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৩টি মাছ ধরার নৌকা ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) মধ্য রাত থেকে সকাল পর্যন্ত নৌ পুলিশ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা-মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে।

আটক জেলেরা হলেন-বরগুনা জেলার মোঃ নবিন, নোয়াখালি জেলার কামাল, সিরাজ, ভোলা জেলার কালু, হামিদ মোল্লা, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের আক্তার ঢালী, নাজমুল হোসাইন, শাহজালাল, আমান উল্লাহ দেওয়ান, রাকিব ঢালী, আল আমিন, খোরশেদ আলম, আবদুল আজিজ, এনায়েত উল্ল্যাহ, মোঃ সৈয়দ মোল্লা, আমান উল্লাহ. হাইমচর উপজেলার শাকিল মিয়া, হেলাল খান ও শরিয়তপুর জেলার খোরশেদ আলম।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা নৌ সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করার সময় এদিন জাল,নৌকা ও মাছ সহ ১৯ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়