শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ১৮:০৭

পাওনা টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলো মাসুদ

পাওনা টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলো মাসুদ
অনলাইন ডেস্ক

চাঁদপুরের কচুয়ায় পাওনা টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলো মাসুদ মোল্লা (১৮) নামের এক যুবক। সে উপজেলার বিতারা ইউনিয়নের শাসনপাড়া গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। এ ব্যাপারে গতকাল সোমবার তার বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০২ (১০) ২১।

মামলা সূত্রে জানা যায়, শাসনপাড়া গ্রামের হাজী বাড়ির নরি হোসেনের পুত্র শাওন (২৫) মাসুদ মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। পাওনা টাকা চাইলে দেই দিচ্ছি বলে কালক্ষেপন করে শাওন।

গত ২ অক্টোবর মাসুদ মোল্লা শাওনের নিকট পাওনা টাকা চাইলে সে তাকে টাকা না দিয়ে মাসুদকে বেধম মারধর করে। এ সময় মাসুদের ডাক চিৎকারে ওই বাড়ির জেসমিন, মহসীন মোল্লা, কালু মোল্লাসহ আশ-পাশের লোকজন ছুটে এসে মাসুদকে শাওনের হাত থেকে রক্ষা করে। এক পর্যায়ে শাওন মাসুদকে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

পরদিন ৩ অক্টোবর সকালে শাওন মাসুদের পাওনা টাকা পরিশোধ করে দিবে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর মাসুদের খোঁজ পাওয়া যায়নি। একই দিন বিকালে পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী শাসনপাড়া-মাঝিগাছা সড়কের পূর্ব পাশে অবস্থিত বাড়ির উত্তর দিকে রেনু মিয়ার ডোবার পশ্চিমপাশে কাঁদামাটির পানির ভিতর মাসুদের লাশ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়।

মাসুদের পিতা রুহুল আমিন মোল্লা জানান, ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে মাসুদ ৪র্থ। রবিবার বিকালে রাস্তার পাশে আমার ছেলের লাশ দেখতে পাওয়া গেছে এমনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মাসুদকে মৃত শনাক্ত করি। শাওন ৩/৪ জন কে সাথে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলে মাসুদকে শ^াসরোধ/অন্য কোন পন্থা অবলম্বন করে হত্যা করেছে। আমি মাসুদ হত্যার সাথে জড়িতদের ফাঁসি চাই।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শাওনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাওনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়