প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯
পুরাণবাজারের অইল্যা চোরার জামাতা নুর নবী দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার
" প্রবাদ আছে দশ দিন চোরের একদিন গৃহস্থের"। দীর্ঘদিন যাবৎ চাঁদপুর শহরের প্রধান ব্যাবসায়িক এলাকা পুরান বাজার পশ্চিম বাজারে মেয়ে ও জামাতাসহ গাঁজা বিক্রি করে আসছিল অইল্যা চোরা নামে একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সরকার দলের প্রভাব খাটিয়ে সে ওই এলাকায় গাঁজা বিক্রি করে।পশ্চিম বাজারে তাদের দুটি এবং শিলন্দিয়াতে ১ টি মোট তিনটি বাড়ি। এলাকায় জনশ্রুতি রয়েছে গাঁজা বিক্রি করে এ পরিবারটি প্রায় অর্ধকোটি টাকার মালিক।
|আরো খবর
অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সেই অইল্যা চোরার মেয়ে পারভিনের জামাই নুর নবীকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টার সময় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানাধীন শিলন্দিয়া গ্রামের খান বাড়ির পাশে আসামির নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে আসামী মোঃ নুর নবীকে (৫৫) গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান,তার নেতৃত্বে তাদের একটি অপারেশ টীম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ি নুর-নবীকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক আসামী নুর নবীর পিতা মৃত ফজুল হক প্রকাশ- তোজক আলী।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা করে।