রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা-চাচির মৃত্যু

মো: জাকির হোসেন
মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা-চাচির মৃত্যু
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচী ফুলেছা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রাতে মোস্তফাপুর গ্রামে শেখ রুমেলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এসময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞানরত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছে বলেও জানিয়েছেন।

তথ্যসূত্র :যমুনা টিভি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়