রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

কুমিল্লায় ‘বাসা থেকে ডেকে নিয়ে’ যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মো: জাকির হোসেন
কুমিল্লায় ‘বাসা থেকে ডেকে নিয়ে’ যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
নিহত সজিব (২০)( ছবি :সংগৃহীত)

কুমিল্লার অশোকতলা রেলগেইট এলাকার একটি বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সজিব (২০) দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে। সে দেবিদ্বারের একটি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিল এবং নগরীর স্বপ্ন শপিংমলে চাকরি করত।

এ ঘটনায় জানা যায়, ৩ ডিসেম্বর রাতে জীবন নামে এক যুবক সজিবকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সজিবকে পরিকল্পিতভাবে নয়ন বন্ড, চয়ন এবং তাদের সহযোগীরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে। এরপর তারা সজিবকে মৃত ভেবে অশোকতলা রেললাইনের পাশে ফেলে রেখে যায়। পরে সজিবের পরিবার তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীরা এলাকায় মাদক কারবারী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিহত সজিবের পরিবার চাঁদা দাবি ও হুমকির কারণে আতঙ্কে রয়েছে এবং তারা প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, নিহত সজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়