প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ২০:৫৮
মতলব উত্তরে পাঁচ গরু চোর আটক
মতলব উত্তরে পাঁচ গরু চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। উপজেলার হরিণা গ্রামে এ ঘটনা ঘটে।
|আরো খবর
জানা যায়, মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক গিয়াস উদ্দিন ২৫ অক্টোবর শুক্রবার হরিণা কবরস্থানে তার একটি বাছুর ঘাস খাওয়ার জন্যে দিয়ে ছিল। দুপুরে জুমার নামাজ পড়তে সবাই মসজিদে গেলে রাস্তা ফাঁকা হয়ে যায়। এই নিরিবিলি পরিবেশ পেয়ে ৫ চোর একটি অটোবাইক নিয়ে বাছুরটিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পথে পথচারীদের সন্দেহ হলে তাদের আটক করে।
হরিণা গ্রামের আল-আমীন জানান, প্রায়ই এখানে গরু-ছাগল চুরি হয়। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের সময়।
একই গ্রামের আলী আহাম্মেদ জানান, প্রায় ৩ মাস আগে আমার একটি গরু চুরি করে নিয়ে যায়। ঐদিন ছিল শুক্রবার এবং জুমার নামাজের সময়।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে এবং প্রত্যেকের বয়স ১২-১৩ বছরের মধ্যে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে একটি চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।