প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৪
ফলোআপ------
গরু চোর চক্রের বিরুদ্ধে মামলা, আটককৃতদের আদালতে প্রেরণ
ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা (নং-নং-১৪। তাং- ২৪.১০.২০২৪। ধারা-৪৫৭/৩৮০/৪১১) দায়েরের পর তাদের আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে থানা পুলিশ তাদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আটককৃতরা হলো : মোঃ আল আমিন (২০), মোঃ ফারুক হোসেন (২২), হেলাল পাটওয়ারী (৪৫), মোঃ ফরিদ (৩৮) ও মোঃ শফিক মজুমদার (৫৫)। এদের বাড়ি উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা খোকন দাস জানান, চুরি হওয়া গরুর মালিক পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাশারা গ্রামের মোহাম্মদ উল্ল্যাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে শুক্রবার(২৫ অক্টোবর) সকালে আটককৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরীরা চোর চক্রের সদস্য আল আমিনকে গরুসহ হাতেনাতে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পরে বাজার ব্যবসায়ী কমিটি শোল্লা বাজারের নির্মাণাধীন পাবলিক টয়লেটে আল আমিনকে আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি ৪জনকে শনাক্ত করে এবং তাদেরকে একই স্থানে আটক করে রাখে।
গরু চোর আটকের সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে শোল্লা বাজারে শত শত লোক ভিড় করে। এ সময় চোরের স্বীকারোক্তি মোতাবেক একের পর এক চোর আটকের পর আরো বিক্ষুব্ধ হয়ে উঠে লোকজন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে একটি চক্র এই এলাকাসহ পুরো উপজেলা ও পার্শ্ববতী উপজেলায় গরু চুরি করে আসছে। এতে নিঃস্ব হচ্ছে কৃষক থেকে শুরু করে খামারিরা। গরু চোর আটকের সংবাদ পেয়ে ভুক্তভোগী নিরঞ্জন রায়, আব্দুর রহিম, নুরুজ্জামান, অলিউল্ল্যাহ, আবুল কাশেম, দেলোয়ার হোসেন সহ গরু চুরির শিকার বিক্ষুব্ধ লোকজন জানান, অর্থনীতির দুরবস্থার সময় আমাদের আয়ের উৎস ছিল এই গরু। কিন্তু গত কয়েক মাসে আমদের গরুগুলো চুরি করে নিয়ে গেছে চোর। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গরুচোর আটকের সংবাদ পেয়ে আমরা ছুটে এসেছি। আমরা এই চক্রের সকলকে আটক করে বিচার দাবি করছি।
।
স্থানীয় খামারি আরিফ চৌধুরী বলেন, চোরের জ্বালায় আমরা অস্থির। আমাদের বাড়তি লোকের ব্যবস্থা করে রাত জেগে পাহারার ব্যবস্থা করতে হয়। আমরা চোরদের উপযুক্ত বিচার চাই।
এ ব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অব্যাহত ভাবে গরু ও বিভিন্ন গবাদিপশুসহ চুরির ঘটনা ঘটছিল। বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরী মাহবুব ও আ. কাদির চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। পরে আমাদের কমিটিকে জানালে আমরা আল আমিনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে বাকিদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।